নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাসান (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবকের ভাই সাফিম মোহাম্মদ রিজভী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। সাফিম তার অভিযোগে জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় শাহালী, বিজয়, রনি, হাসান, জুবায়েরসহ অজ্ঞাত সাত-আটজন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কামরুল হাসানের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় কামরুল প্রতিপক্ষের লোকজনকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করতে থাকে। কামরুল ভাঙচুরে বাধা দিলে তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
একপর্যায়ে বাড়িঘরে হামলা চালিয়ে তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা কামরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।