কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আলতা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলতা খাতুন ওই এলাকার মৃত তাজউদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটিতে কাটা পড়েন তিনি।