বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা

হিলিতে মিলছে ফুলকপি

হিলি প্রতিনিধি

সাধারণত শীতকালীন সময়ের সবজি হিসেবে বাজারে ফুলকপি পাওয়া গেলেও দিনাজপুরের হিলিতে কাঁচাবাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সময়ের ফুলকপি। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অসময়ের এই সবজির স্বাদ নিতে কেউ কেউ বাড়তি দাম দিয়ে কিনলেও অনেকেই বাড়তি দামের কারণে না কিনেই ফিরে যাচ্ছেন। গতকাল সরেজমিন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই এই সবজির দেখা মিলছে না। বাজারের ৪ থেকে ৫টি দোকানে ফুলকপি নামের এই সবজি শোভা পাচ্ছে। গত দুদিন থেকে বাজারে এই ফুলকপি পাওয়া যাচ্ছে বলে দোকানিরা জানিয়েছেন। এ বাজারে সবজি কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, শীতকালীন সময়ে বাজারে ফুলকপি দেখতে পাওয়া যায় অন্যসময়ে এই সবজির দেখা পাওয়া যায় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর