মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত নোয়াখালীর জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্ট ক্যাম্পাসে তিন দিনের ইন্টারন্যাশনাল ইউথ পিস ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ১২টি দেশের ১৫৫ যুব প্রতিনিধি এতে যোগ দিচ্ছেন। গতকাল এ ক্যাম্প উদ্বোধন করেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম ট্রাস্ট চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।