ভয় দেখানো, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ এনে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনোয়ারা আনসারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনের কাছে স্মারকলিপি দেন। নার্সিং ইনস্টিটিউটের কয়েক শত শিক্ষার্থী এ দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে স্লোগান দিতে থাকেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হুমায়ুন কবিরকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়। দশম শ্রেণির শিক্ষার্থী নাবিলা আক্তার জানান, হুমায়ুন কবির ক্লাস নেওয়ার সময় ছাত্রীদের সঙ্গে অসদাচরণ, অশ্লীল বাক্য ব্যবহার ও ছাত্রীদের গায়ে হাত তোলেন। হুমায়ুন কবিরকে কয়েক বছর আগে একই অভিযোগে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বদলি করে উপজেলা প্রশাসন। কিছুদিন পর আবারও এই প্রতিষ্ঠানে ফিরে আসেন। আসার পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করছেন। শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, স্যারের অত্যাচারের কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। প্রধান শিক্ষক বশির আহাম্মদ জানান, উপজেলা প্রশাসন যে ব্যবস্থা নেন সেটাই আমরা গ্রহণ করব।