বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী বাবুল বকস (৪৫) মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা ২৫০ সয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাবুল বকস মধ্য চিংড়াখালী গ্রামের মুনছুর আলী বকসের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন।
স্ত্রী রিজিয়া বেগম ও ছোটভাই বাদল বকস বলেন, ৫ আগস্ট রাতে তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা বাবুল বকসকে কুপিয়ে গুরুতর জখম করে। রাতেই স্বজনরা তাকে খুলনা ২৫০ সয্যা হাসপাতালে ভর্তি করেন। তার স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, বাবুল বকস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। থানায় এখনো কেউ অভিযোগ করেনি।