২০১৩ সালে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশ, আওয়ামী লীগ ও জামায়াতের সংঘর্ষকালে জামায়াত নেতা গোলাম রব্বানী নিহতের ঘটনায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ ৭২ জনের নামে মামলা দেওয়া হয়েছে। মঙ্গলবার সিলেটের আমলি আদালতে মামলাটি করেন নিহতের চাচা, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মতিউর রহমান।
আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট নুসরাত তাসনিম মামলাটি আমলে নিয়ে ১১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিশ্বনাথ থানাকে। মামলায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ছাড়াও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুনু মিয়া, তৎকালীন বিশ্বনাথ থানার ওসি মো. আবুল কালাম আজাদসহ ৭২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৫০-২০০ জন অজ্ঞাতকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে প্রকাশ, ২০১৩ সালের ২০ মার্চ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত হরতালকে কেন্দ্র করে বিশ্বনাথ উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন সকালে বিশ্বনাথ উপজেলা সদরে মিছিল চলাকালে সংঘর্ষ বাধে। পুলিশের সহযোগিতায় মিছিলে হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এতে গোলাম রব্বানীসহ অনেকেই গুলিবিদ্ধ হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদীর অভিযোগ, তার ভাতিজা গোলাম রব্বানীর হত্যাকান্ড ছিল একটি পূর্বপরিকল্পিত হামলা, যা সরকারের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে সংঘটিত হয়েছিল। মামলায় তদন্ত শেষে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির আবেদন জানান তিনি।