বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে বেনাপোল বন্দর দিয়ে ট্রেনে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখে ভারতীয় রেল কর্তৃপক্ষ। দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে ৪৭ দিন পর গত বুধবার থেকে পুনরায় শুরু হয়েছে রেলপথে আমদানি-রপ্তানি।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বাণিজ্য ও যাত্রী পরিবহন চালুর দাবিতে ভারতের রেল কর্তৃপক্ষকে গত ১২ আগস্ট চিঠি দেয়। বিভিন্ন অজুহাতে সাড়া না দেওয়ায় দেশে বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি আমদানিনির্ভর ভারতীয় প্রতিষ্ঠানগুলোও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে। একপর্যায়ে ভারত সরকার ৪৭ দিন পর রেলপথে পণ্য পরিবহন সেবা চালু করে।