বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহরের ইসলামপুর হরিগাড়ী গ্রামের স্কুলশিক্ষক শহীদ সেলিম হোসেনের পরিবারকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ ২ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল নিহতের পরিবারের সদস্যদের হাতে টাকা তুলে দেন প্রধান অতিথি জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
এদিন শহীদের বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে স্টেডিয়াম সাংগঠনিক থানা জামায়াতের আমির মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল মালেক। এ সময় আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়র বজলুর রহমান, স্টেডিয়াম থানা সেক্রেটারি প্রভাষক হোসাইন মো. মানিক, থানা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুল হান্নান, আবু সুফিয়ান পলাশ, ১৪ নম্বর ওয়ার্ড আমির অধ্যাপক আবু হানিফ প্রমুখ। শেষে শহীদ সেলিম ও তাঁর পরিবারের জন্য দোয়া করা হয়।