গাজীপুরে পূর্ববিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিটি করপোরেশনের সদর থানার পশ্চিম মারিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর জোনের সহকারী কমিশনার মাকসুদুর রহমান গতকাল বিষয়টি নিশ্চিত করেন। নিহতের নাম সৈকত ইসলাম সুজন (২৬)। তিনি ঢাকার ধামরাই থানার গাজীরবাড়ি এলাকার বাবুল হোসেনের ছেলে। সিটি করপোরেশনের পশ্চিম লক্ষ্মীপুরা এলাকায় বসবাস করতেন তিনি। মাকসুদুর রহমান জানান, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার পশ্চিম লক্ষ্মীপুরা এলাকার ভাড়া বাসায় থেকে এলাকায় ওয়াইফাই লাইন মেরামতের কাজ করতেন সুজন। শনিবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে স্থানীয় পশ্চিম মারিয়ালি এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েক যুবক সেখানে এসে চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। কিছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।