নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করায় শোকজ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গতকাল এ নোটিস করেন। এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করার জন্য দাউদার মাহমুদকে নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিসে বলা হয়, বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করায় দলের শৃঙ্খলা পরিপন্থি কাজ কেন করেছেন তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় কার্যালয়ে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত বুধবার বিকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের ব্যক্তিগত কার্যালয় থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে বিভিন্ন ইউনিয়ন হয়ে বিয়াশ বাজারের জনসভায় গিয়ে মিলিত হয়।