পিরোজপুরে নূপুর রানী নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নূপুর (৩৫) গোপালগঞ্জের কোটালীপাড়ার কালীদাস বিশ্বাসের মেয়ে ও পিরোজপুরের সদর উপজেলার হারিদাস কুন্ডের স্ত্রী। মেয়েকে হত্যা করা হয়েছে অভিযোগে কালীদাস বিশ্বাস গতকাল থানায় অভিযোগ করেছেন। গৃহবধূর বাবা জানান, ১৩ দিন আগে তাদের মেয়ে কন্যা সন্তান জন্ম দেন। রবিবার ভোররাতে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোনে নূপুরের অসুস্থতার কথা জানায়। তাকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। কালীদাস দাবি করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।