গাইবান্ধায় মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ, অপহরণ মামলায় কারাগারে থাকা স্বামীর স্বজনদের হুমকিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়েছেন এক নারী। ফাতেমা তুজ জোহরা নামে ওই নারী সদর উপজেলার দক্ষিণধানঘড়া এলাকার মৃত সামিউল বাছির রাজ্জাকের মেয়ে। গতকাল শহরের গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে ফাতেমা তুজ জোহরা জানান, ২০১৮ সালে জেলা শহরের পশু হাসপাতাল রোডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে আসিফ ফয়সাল লেনিনের সঙ্গে বিয়ে হয় তার। শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রতারণার কারণে স্বামীকে গত বছর ডিভোর্স নোটিশ পাঠান তিনি। এর জেরে ৯ জানুয়ারি শহরের ভিএইড রোড থেকে সঙ্গে থাকা দুই বোনকে মারধর করে তাকে অপহরণ করে আসিফ ফয়সাল লেনিন ও সহযোগীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী লেনিনকে গ্রেপ্তার ও তাকে উদ্ধার করে। বর্তমানে লেনিন কারাগারে রয়েছে। তিনি বলেন, এ অবস্থায় লেনিনের স্বজনরা আমাকে ও পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিচ্ছে।