যাত্রীবাহী লঞ্চের কেবিনে ‘পিকনিকে’ আসা এক নারীকে প্রকাশ্যে মারধর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নেহাল আহমেদ জিহাদ (২৫) মুন্সিগঞ্জের দক্ষিণ ইসলামপুরের মনির হোসেনের ছেলে। মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে এম ভি ক্যাপটেন লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে নোঙর করে। সাড়ে ৯টার দিকে ভাঙচুরের খবর পেয়ে সেখানে ছুটে যান থানা পুলিশ, নৌপুলিশ, সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএর লোকজন। তারা পরিস্থিতি শান্ত করেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, লঞ্চটি ঢাকা-লালমোহন রুটে চলাচল করে। প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। দ্বিতীয় তলার কয়েকটি কেবিনে ২০-২৫ জন কিশোর-যুবক ও দুজন অপ্রাপ্তবয়স্ক নারী ছিলেন।
তারা ঢাকা থেকে কেবিন ভাড়া করে সারা দিন পিকনিক করে রাতে বাড়ি ফিরছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, দ্রুত এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনায় জড়িত একজন গ্রেপ্তার হয়েছেন।