গাজীপুরে ভাড়া নিয়ে তর্কের জেরে কলেজছাত্র সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধ করেছেন সিয়ামের সহপাঠী ও এলাকাবাসী। গতকাল পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা একটি বাস ভাঙচুর করেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন পরিবহনের বাসে বাড়ি ফিরছিলেন রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সিয়াম। পথে হাফ ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে সিয়ামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চলন্ত বাস থেকে সিয়ামকে ধাক্কা দিয়ে ফেলে দেন হেলপার। এতে নিচে পড়ে মৃত্যু হয় সিয়ামের। গতকাল হেল্পারকে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
ওসি মো. মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।