জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রে চিকিৎসকের পরিবর্তে নার্স ও আয়া দিয়ে সন্তান প্রসব করাতে গিয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকার সোহেল আনসারীর স্ত্রী নৌরিন জান্নাত মৌ প্রসব বেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি হন। তখন সেখানে কোনো গাইনি চিকিৎসক উপস্থিত ছিলেন না। নার্স শিরিন আক্তার এবং আয়া ময়না ভোররাতে প্রসূতিকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। টেনে-হিঁচড়ে বের করার সময় গলায় আঘাত লেগে নবজাতকের মৃত্যু হয় জানান তারা। অভিযুক্ত নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নেওয়া হয়েছে।
সদর থানার ওসি আবু মো. ফয়সল আতিক জানান, নগর মাতৃসদনে শিশু মৃত্যুর ঘটনায় সেখানকার নার্স ও আয়াকে আটক করা হয়েছে।