অবশেষে হারিয়ে যাওয়া রোজামনিকে (৫) দাদির কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ভাঙ্গা থানা পুলিশ সদস্যরা শিশুটিকে তার দাদির হাতে তুলে দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোজমনির বাবা রতন মিয়া পেশায় একজন বাসচালক এবং মা মাহি বেগম প্রবাসী। দাদি শাহিদা বেগম (৫৪) তাকে লালন-পালন করেন। শিশুটির পরিবার ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বিল্লাল মুন্সির বাড়িতে ভাড়া থাকেন। ১০ জুলাই ভাঙ্গা পৌর শহরের উত্তর পাড় বাসস্ট্যান্ডে শিশুটিকে পাওয়া যায়। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে শিশুটির দাদি থানায় যোগাযোগ করেন।