সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আগুন লেগে সরকারি সহায়তায় নির্মিত ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল দুপুরে উপজেলার পৌর এলাকার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের লিডার আসাদুজ্জামান বলেন, সরকারি সহায়তায় নির্মিত আদর্শ গ্রামের একটি ব্রাকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উল্লাপাড়ার ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।