গাইবান্ধার বাস টার্মিনাল আধুনিকীকরণ এবং পৌরসভার অদূরে ট্রাক টার্মিনাল নির্মাণসহ পাঁচ দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং। একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
দাবির মধ্যে রয়েছে- পৌরসভার বাস টার্মিনালকে আধুনিকীকরণ, দ্রুত পূর্ণাঙ্গ একটি ট্রাক টার্মিনাল নির্মাণ, এলাকায় আলোকসজ্জা।
এ সময় উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় সদস্য যুবায়ের আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক ডাবলু, সাদুল্যাপুর উপজেলা প্রধান সমন্বয়ক আতিক হাসান প্রমুখ।