সুনামগঞ্জের জগন্নাথপুরে ফেসবুকে ভিডিও পোস্ট করা নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সুনুখাই গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। নিহতের ভাবি সালেহা বেগম গতকাল জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ প্রধান অভিযুক্ত মনির মিয়াকে গ্রেপ্তার করেছে। রুবেল মিয়া (২৬) সুনুখাই গ্রামের ইউনুস আলীর ছেলে। সংঘর্ষে গুরুত আহত রুবেলের চাচাতো ভাই সুলতান মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সুনুখাই গ্রামের মনির মিয়া (৫০) বিভিন্ন ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচার করেন। জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ফেসবুকে ভিডিও পোস্ট দেওয়া নিয়ে এ সংঘর্ষ হয়েছে।