খুলনার কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে কয়রার পাতাখালী থেকে এ মাংস জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মঙ্গলবার রাতে কোস্ট গার্ড সদস্যরা পাতাখালী এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করে। শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের বজবজা ফরেস্ট অফিসে মাংসগুলো হস্তান্তর করা হয়েছে।