হবিগঞ্জের বাহুবলে কাশেম নামে এক ইজিবাইকচালককে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর বাজারে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন, আলাউদ্দিন, রতন দেব, আইয়ুব আলী প্রমুখ। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। ৮ জুলাই ইজিবাইক নিয়ে বের হয়ে বাড়ি ফেরেননি লামাতাশি গ্রামের কাশেম। পর দিন তার লাশ উদ্ধার করা হয়।
পরদিন সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চবিদ্যালয়ের পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।