দিনাজপুরের হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির অর্থায়নে দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সমন্বিত বাণিজ্য খাত উন্নয়নের লক্ষে ১২ সদস্যের দলটি গতকাল হিলি স্থলবন্দর আসে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার ও যুগ্ম-সচিব শিবির বিচিত্র বড়ুয়ার নেতৃত্বে সকাল ১০টায় প্রতিনিধি দল হিলি বন্দরে পৌঁছান।