ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ফতেহপুর, বিজয়পাড়া, পশ্চিমপাড়া, ভোলাচং, পদ্মপাড়াসহ বিভিন্ন এলাকায় রাস্তা বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে থাকে। ভাঙাচোরা রাস্তায় খানাখন্দে পড়ে, গাড়ি উল্টে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে ফতেহপুর, পশ্চিমপাড়া, বিজয়পাড়া এলাকায় রাস্তা সারা বছর পানির নিচে থাকে। ময়লা পানির কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার পৌরবাসীকে। বৃষ্টি কিংবা প্রখর রোদ যাই হোক না কেন, এ দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না তাদের।
স্থানীয়রা অভিযোগ করেন, এলাকার শিক্ষার্থী ও পথচারীদের হাঁটুসমান ময়লা পানি পেরিয়ে যাতায়াত করতে হয়। নামে প্রথম শ্রেণির পৌরসভা ও পৌরকর বাড়ে। প্রতিষ্ঠার ২৬ বছরেও ভালো ড্রেনেজ ব্যবস্থাপনা গড়ে তোলা হয়নি। এর বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরকে পৌরসভায় উন্নীত করা হয়। ২০০৯ সালে এটিকে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষণা করা হয়। ফতেহপুর এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, ওই এলাকার রাস্তা প্রায় সারা বছরই পানিতে তলিয়ে থাকে। বৃষ্টি হলে আরও ভয়াবহ রূপ ধারণ করে। বিজয়পাড়া, ভোলাচংয়েও রাস্তা প্রায় সারা বছরই তলিয়ে থাকে। ভাঙাচোরা রাস্তায় যানবাহনসহ শিক্ষার্থী ও পথচারীদের চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পৌর এলাকায় ড্রেন খনন না করায় সামান্য বৃষ্টি হলেই সদর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাসহ আশপাশে পানিতে তলিয়ে যায়।
স্থানীয় আমিরুল ইসলাম বলেন, পদ্মপাড়া ও বিজয়পাড়ার রাস্তা তিন বছরেরও বেশি সময় ধরে তলিয়ে আছে। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে এখানে ড্রেন নির্মাণের দাবি জানান তিনি। স্থানীয় মোশারফ হোসেন মুসা বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হয়েও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। ভোলাচং, পশ্চিমপাড়া, বিজয়পাড়া, উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকাসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো অল্প বৃষ্টি হলেই তলিয়ে যায়। পশ্চিমপাড়া, বিজয়পাড়া রাস্তা সারা বছর পানির নিচে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজিব চৌধুরী বলেন, পদ্মপাড়া ও বিজয়পাড়ার রাস্তার ড্রেন নির্মাণের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। বরাদ্দ পেলে ড্রেন নির্মাণ করা হবে। পশ্চিমপাড়া ফতেহপুর রোডের জন্য আমরা প্রকল্প দিয়েছি। ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মী বাড়ানো হয়েছে। নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে।