কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এলাকায় এ অভিযান চালানো হয়। ৩০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে শহরের উত্তর বাহারছড়ায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।