নীলফামারীতে বাইপাস সড়ক সংস্কার ও ট্রাক টার্মিনাল নির্মাণ দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শহরের চৌরঙ্গি মোড়ে জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপি নেতা আনিসুর রহমান কোকো, শ্রমিক ইউনিয়ন নেতা জামিয়ার রহমান, মোফাখখারুল ইসলাম চিনু এতে বক্তব্য দেন। বক্তারা বলেন, বাইপাস সড়ক সংস্কার না করায় মরণ ফাঁদে পরিণত হয়েছে।