গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামের লিটন ব্যাপারী (২৫)। মানসিক ভারসাম্য হারিয়ে ১৪ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন তিনি। পরিবারের আর্থিক অনটনের কারণে লিটনের চিকিৎসা করাও সম্ভব হয়নি। সুচিকিৎসা পেলে তিনি সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন প্রত্যাশা স্বজনদের। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, লিটনের বাবা ফয়জল ব্যাপারী অনেক আগেই মারা গেছেন। ২০১৫ সালে মৃত্যু হয় তার মা ফুলমালা বেগমের। মায়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি লিটন। পরের বছর থেকেই লিটনের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ করা যায়। তখন পথেঘাটে ঘুরে বেড়াতেন তিনি। কখনো নিজেকে আঘাত করার চেষ্টা করতেন। কখনো আবার আশপাশের মানুষের ওপর আক্রমণ করতেন। ঘরে আটকে রাখতে না পেরে বাধ্য হয়েই বাড়ির পাশে গাছে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজন। রোদ, বৃষ্টি, ঝড়, শীত, গরম সবসময়ই এই বাগানে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন তিনি। এভাবে চলছে ১৪ বছর ধরে। প্রতিবেশীদের কেউ কেউ সহানুভূতিশীল হয়ে মাঝেমধ্যে খাবার দেন। লিটনের বড় বোন তানজিলা বলেন, ‘ভাইটা ছোটবেলা থেকেই শান্তশিষ্ট ছিল। মায়ের প্রতি তার ছিল প্রবল ভালোবাসা। মাকে হারানোর পর থেকে সে আর আগের মতো নেই। আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই। আর্থিক অবস্থা খারাপের জন্য আমরা তার চিকিৎসা দিতে পারিনি। সরকারের কাছে একটাই আবেদন, আমার ভাইয়ের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।’ কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ বলেন, ‘শিকলবন্দি অবস্থায় জীবনযাপন অত্যন্ত বেদনাদায়ক। আমরা লিটনের পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাইনি। সমাজমাধ্যমে বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি। সমাজসেবা অফিসের মাধ্যমে ইতোমধ্যে পাবনার হেমায়েতপুরে যোগাযোগ করেছি। পরিবার সম্মতি দিলে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে। আমাদের কল্যাণ সংস্থা থেকে সরকারি অনুদানের মাধ্যমে তার চিকিৎসা ব্যয় যতটুকু সম্ভব বহন করা হবে।’
শিরোনাম
- শত্রুমিত্র বোঝা দায়
- রোমাঞ্চকর ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়
- জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে : প্রেস সচিব
- মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৪
- সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৮ রান
- ‘বিএনপি সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত হবে’
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
- আশুলিয়ায় ৯ লক্ষাধিক টাকাসহ ২৮ জুয়াড়ি আটক
- জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ : মির্জা আব্বাস
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- শিশুহত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ মাকে গ্রেপ্তারের দাবি
- গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি : দুদু
- সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- ক্যান্সার আক্রান্ত ছরোয়ারের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের
- প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
- সুনামগঞ্জে ৩১ দফা প্রচারে নৌযাত্রা
- কুড়িগ্রামে ওসি নাজমুল আলম পুনর্বহাল
- চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতিফলক পুনঃনির্মাণ ও বৈঠকখানা উদ্বোধন
- ফেসবুকে বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০
১৪ বছর শিকলবন্দি
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর