গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামের লিটন ব্যাপারী (২৫)। মানসিক ভারসাম্য হারিয়ে ১৪ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন তিনি। পরিবারের আর্থিক অনটনের কারণে লিটনের চিকিৎসা করাও সম্ভব হয়নি। সুচিকিৎসা পেলে তিনি সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন প্রত্যাশা স্বজনদের। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, লিটনের বাবা ফয়জল ব্যাপারী অনেক আগেই মারা গেছেন। ২০১৫ সালে মৃত্যু হয় তার মা ফুলমালা বেগমের। মায়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি লিটন। পরের বছর থেকেই লিটনের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ করা যায়। তখন পথেঘাটে ঘুরে বেড়াতেন তিনি। কখনো নিজেকে আঘাত করার চেষ্টা করতেন। কখনো আবার আশপাশের মানুষের ওপর আক্রমণ করতেন। ঘরে আটকে রাখতে না পেরে বাধ্য হয়েই বাড়ির পাশে গাছে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজন। রোদ, বৃষ্টি, ঝড়, শীত, গরম সবসময়ই এই বাগানে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন তিনি। এভাবে চলছে ১৪ বছর ধরে। প্রতিবেশীদের কেউ কেউ সহানুভূতিশীল হয়ে মাঝেমধ্যে খাবার দেন। লিটনের বড় বোন তানজিলা বলেন, ‘ভাইটা ছোটবেলা থেকেই শান্তশিষ্ট ছিল। মায়ের প্রতি তার ছিল প্রবল ভালোবাসা। মাকে হারানোর পর থেকে সে আর আগের মতো নেই। আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই। আর্থিক অবস্থা খারাপের জন্য আমরা তার চিকিৎসা দিতে পারিনি। সরকারের কাছে একটাই আবেদন, আমার ভাইয়ের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।’ কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ বলেন, ‘শিকলবন্দি অবস্থায় জীবনযাপন অত্যন্ত বেদনাদায়ক। আমরা লিটনের পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাইনি। সমাজমাধ্যমে বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি। সমাজসেবা অফিসের মাধ্যমে ইতোমধ্যে পাবনার হেমায়েতপুরে যোগাযোগ করেছি। পরিবার সম্মতি দিলে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে। আমাদের কল্যাণ সংস্থা থেকে সরকারি অনুদানের মাধ্যমে তার চিকিৎসা ব্যয় যতটুকু সম্ভব বহন করা হবে।’
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
১৪ বছর শিকলবন্দি
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর