মা ইলিশ সংরক্ষণে সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ইতোমধ্যে ১২ দিন কেটেছে। এখনো কক্সবাজারের কুতুবদিয়ার অর্ধেকের বেশি নিবন্ধিত জেলে সরকারি কোনো সহায়তা পাননি বলে অভিযোগ রয়েছে। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে তাদের।
জেলেদের অভিযোগ, প্রকৃত অনকে জেলে বাদ পড়ছেন। কেউ কেউ ২৫ কেজি চাল পেলেও ২২ দিনের জন্য তা পর্যাপ্ত নয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কুতুবদিয়া উপজেলায় ৩৫ হাজার জেলে থাকলেও নিবন্ধিত ১০ হাজার ৯৫৯ জন। তাদের মধ্যে ৫ হাজার ৩৬০ জনকে ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। অর্ধেকের বেশি নিবন্ধিত জেলে এ সরকারি সহায়তা থেকে বঞ্চিত। আলী আকবর ডেইল ইউনিয়নের সরওয়ার আলম, আবদুল খালেকসহ অনেকে জানান, নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধনকৃত জেলেদের সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। একটি পরিবারে শুধু চাল দিয়ে কিছু হয় না। আনুষঙ্গিক অনেক কিছুই লাগে। নিষেধাজ্ঞা সময় কীভাবে সংসার চলবে এ নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। লেমশিখালী ইউনিয়নের জাহাঙ্গীর আলম, আবদুল জলিল, মাহামুদুল করিম জানান, নিবন্ধিত হয়েও অনেকে সরকারি সহায়তা পাচ্ছেন না। তাদের জন্য কী বরাদ্দ আসেনি? কুতুবদিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব জাানন, নিবন্ধিত জেলের মধ্যে ৫ হাজার ৩৬০ জনের মধ্যে সরকারি খাদ্য সহায়তার ১৩৪ টন চাল বিতরণ কার্যক্রম চলছে। বরাদ্দ সীমিত থাকায় নির্ধারিত সংখ্যক জেলেকেই সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।