নওগাঁ শহরের বালুডাঙ্গায় কেন্দ্রীয় বাস টার্মিনালের অবস্থা জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া সড়কের দুই পাশ দখল করে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখায় সৃষ্টি হয় যানজট। সড়ক প্রশস্ত করার পরও তা কোনো কাজে আসছে না। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাস টার্মিনালের পেছনে পৌরসভার জায়গায় ময়লা আবর্জনা ফেলায় পরিণত হয়েছে ভাগাড়ে। সেখান থেকে ছড়ানো দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। পথচারী, যাত্রী, চালক, শ্রমিকসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, শহরের যানজট নিরসনে আশির দশকে প্রবেশ মুখে বালুডাঙ্গায় কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ করা হয়। এ টার্মিনাল থেকে প্রতিদিন পার্শ্ববর্তী পাঁচটি জেলা, জেলা সদরসহ এগারোটি উপজেলায় বাস চলাচল করে। প্রতিদিন অন্তত ৩০০টি বাসের চালক ও সুপারভাইজারসহ কয়েক হাজার শ্রমিক কাজ করেন। টার্মিনালে যাত্রী ছাউনি, বসার জায়গা, টয়লেটের সুব্যবস্থা নেই। প্রয়োজনের তুলনায় জায়গা কম হওয়ায় সবসময় ভিড় লেগেই থাকে। শহরের বরুনকান্দি এলাকার বাসিন্দা কালাম হোসেন বলেন, সড়কের পাশ দখল করে বিভিন্ন যানবাহন রাখা হয়। এ জন্য সড়কটি প্রশস্ত করার পরও পথচারীদের কোনো কাজে আসছে না। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শহরের চকপ্রাণ মহল্লার নাজিম উদ্দিন বলেন, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার বিভিন্ন উপজেলা ও কয়েকটি জেলার বাস চলাচল করে। অথচ বাসস্ট্যান্ড অবস্থা জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, কাঁদা হয়ে যায়। বাস থেকে নামার পর দাঁড়ানোর জায়গা না থাকায় রোদে থাকতে হয় এবং বৃষ্টিতে ভিজতে হয়। নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বলেন, বাসস্ট্যান্ডের পেছনে পৌরসভার জায়গা ভাগাড়ে পরিণত হয়েছে। সেখানে প্রতিদিন পৌরসভার ময়লা আর্বজনা ফেলা হয়। দুর্গন্ধে অতিষ্ট চালক ও শ্রমিকরা। বাস রাখার জায়গা স্বল্পতার কারণে বাধ্য হয়ে সড়কের ওপর রাখতে হয়। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বরুনকান্দি মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীত করা হয়েছে। কিন্তু সড়কের দুইপাশের জায়গা দখল করে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখা হয়। ওয়ার্কশপের কাজ সড়কের ওপর করা হয়। সড়কের ওপর যানবাহন না রাখতে কয়েকবার মাইকিং করা হয়েছে। মাইকিং করার পর কিছুদিন ফাঁকা থাকে। তারপর আবারও একই চিত্র দেখা যায়। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
নওগাঁ
জরাজীর্ণ টার্মিনাল যানজটে নাকাল
♦ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দুরাবস্থা ♦ সড়ক প্রশস্ত করেও কাজে আসছে না, অতিষ্ঠ যাত্রী পথচারী
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর