আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে বিএনপির একাংশ এ বিক্ষোভ ও সমাবেশ করে। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ধানের শীষের ঘোষিত প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়াকে পরিবর্তন চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশ। গতকাল দুপুরে মনোনয়নপ্রত্যাশী আরেফিন আজিজ সরদার সিন্টুর পক্ষে নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষের নমিনি ডা. খন্দকার জিয়াউল ইসলাম এলাকায় নিয়মিত থাকেন না। তিনি প্রধানত ঢাকায় থাকেন এবং চিকিৎসা পেশার ব্যস্ততায় তাকে কাছে পাওয়া যায় না। তাই তাকে পরিবর্তন করে তৃণমূলের সমর্থনপ্রাপ্ত জনবান্ধব নেতা সিন্টু ভাইকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ-১ আসনের ঘোষিত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর পরিবর্তনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপির সমর্থকরা। দুপুরে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় শতাধিক নেতা-কর্মী এক্সপ্রেসওয়েতে উঠে বিক্ষোভ করেন। এর আগে উপজেলা স্টেডিয়ামে একই দাবিতে সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মমিন আলী ও ফরহাদ হোসেন।