পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মসজিদপাড়ায় ধর্ষণের অভিযোগে রাতে সালিশে মারধর ও জরিমানা করা হয় এক যুবককে। এর কয়েক ঘণ্টা পর ভোরে চাটমোহরে রেললাইনে পাওয়া যায় তার দ্বিখণ্ডিত লাশ। মারা যাওয়া যুবকের নাম হাফিজুল ইসলাম (২৪)। তিনি মসজিদপাড়ার ছাবেদ আলীর ছেলে।
চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। ওসি শফিকুল ইসলাম জানান, ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে জেনেছি। ঘটনাস্থল আমাদের থানার বাইরে হওয়ায় খোঁজখবর নেওয়া হয়নি। সালিশে জরিমানা ও মারধরের ঘটনাও জানা নেই। রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেশী বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে বৃহস্পতিবার সকালে নিজের ঘরে ডেকে ধর্ষণ করার অভিযোগ ওঠে হাফিজুলের বিরুদ্ধে। বরাত আলী সালিশের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি বাইরে আছি, পরে কথা বলব।’ মোন্নাফ কসাইও বিষয়টি অস্বীকার করে ফোন কেটে দেন।