জয়পুরহাটে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় কালাই উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার দুর্গাপুর বহুতি গ্রামের গাজিউল ইসলাম (৪৬), জাবেদুর ইসলাম (৩৬)। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর ইউনিয়নের দুর্গাপুরে অভিযান চালায় ডিবি। ট্যাপেন্টাডল (ব্যথানাশক ওষুধটি ইয়াবার বিকল্প হিসেবে সেবন করে মাদকসেবীরা) ট্যাবলেট বেচাকেনার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জেলার মাদকসেবীদের কাছে ট্যাপেন্টাডল সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।