সিলেটে বালুভর্তি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চশমা ও চকলেট উদ্ধার করা হয়েছে। গতকাল সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরস্ত হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান চালিয়ে এ চালান জব্দ করে। ট্রাকটি সেনা ক্যাম্পে নিয়ে আনলোড করা হলে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় ৪৬ হাজার ৫১২ পিস চশমা ও ১৩ হাজার ৯৬৫ পিস কিটক্যাট চকলেট পাওয়া যায় জব্দ পণ্যের মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।