মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবক এবং ফরিদপুরের ভাঙ্গার এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
মুন্সিগঞ্জ : গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। গতকাল বিকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে কচুরিপানার মধ্যে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল হক জানান, লাশের গলায় রশি বাঁধা ও পেটে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি চার-পাঁচ দিন পানিতে ছিল।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে অজ্ঞাত নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বামনকান্দা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে জানায়। ওসি জহিরুল ইসলাম বলেন, ‘লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতন্ত্রের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’