পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে কেলিকো কটন মিলের পাশে এ হত্যাকান্ড ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবন পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের সুজন হোসেনের ছেলে। দীর্ঘদিনের বিরোধের জেরে শুক্রবার রাতে জীবনের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। তাকে ছুরিকাঘাত ও গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম। এদিকে বগুড়ার শেরপুরে নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামে এক কৃষকের চোখ উপড়ানো ও কান কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লাঙ্গলমোড়া গ্রামে ধান খেতে গতকাল লাশটি পাওয়া যায়। নুরুল ইসলামের বাড়ি ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, লাশের ডান চোখ উপড়ে নেওয়া এবং ডান কান কাটা ছিল। আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।