খুনের আগেই ভিডিও বার্তায় আশঙ্কার কথা জানিয়েছিলেন লক্ষ্মীপুরের বিএনপি নেতা আবুল কালাম জহির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল বিকাল পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। জানা যায়, লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহির। ১৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জের মোস্তফার দোকান এলাকায় তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ২য় স্ত্রী আইরিন আক্তার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় খুন হওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন জহির। এতে তাঁকে খুন করতে পারে, এমন ১১ জনের নামও এতে উল্লেখ করে যান। এর মধ্যে অভিযুক্ত কাউছার মানিক ওরফে পিচ্চি কাউছারও রয়েছেন।’
পুলিশের একটি সূত্র জানায়, কিছুদিন আগে স্থানীয় তরুণদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের অতিথি হওয়াকে কেন্দ্র করে পিচ্চি কাউছার ও জহিরের মধ্যে বাগবিতন্ডা হয়। এরপরই খুন হন জহির। চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, ‘মাদক সংশ্লিষ্টতা আর আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’