১০ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
শনিবার দুপুরে আধুনিক সদর হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসুচির আয়োজন করে জেলা পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশন।
১০ দফা দাবি হলো, প্যারামেডিকেল শিক্ষা বোর্ড এর পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বেকার সমস্যা দূরীকরণ, নীতিমালা অনুয়ায়ী নতুন পদ সৃষ্টি করে নিয়োগ, মেডিকেল ও ডেন্টাল আইন সংশোধন করে ডেন্টাল ও ফিজিও থেরাপী ডিপ্লোমাধারীদের প্রাইভেট প্র্যাকটিসের রেজিস্ট্রেশন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ইন্টার্নিশিপ ভাতা প্রদান, সরকারি চাকরীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও বেতন স্কেল প্রদান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠনসহ ১০ দফা দাবি তুলে ধরেন জেলা পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার ফারুক।
মানববন্ধনে জেলা সদর পীরগঞ্জ, রানীশংকৈল, বালিয়াডাঙ্গী ও হরিপুরের শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশ নেয়। মানববন্ধন শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন