সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া মধ্যপাড়ায় পুকুরে ডুবে আবু বকর (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শনিবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বাহলুল ইসলাম জানান, বাবা-মা ঢাকা গার্মেন্টেসে চাকুরী করায় শিশু আবু বকর নানীর সাথে বনবাড়ীয়াতে থাকত। বিকেলে সকলের অগোচরে গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়। সন্ধ্যার আগে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে লাশ তোলা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন