রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা বাজারে কেমিক্যাল মেশানো ১৫ মণ আম জব্দের পর ধ্বংস করা হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় পালিয়ে রক্ষা পেয়েছেন মুনাফালোভী দুই অসাধু ব্যবসায়ী। তারা বেশি মুনাফার আশায় অপরিপক্ক আম নামিয়ে কেমিক্যাল মিশিয়ে বাজারজাতের চেষ্টা করছিলেন।
খবর পেয়ে তা জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম। পরে আমগুলো জনসন্মুখে ধ্বংস করা হয়।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল গাফফার জানান, সকালে অপরিপক্ক লকনা ও গুটি আম গাছ থেকে নামিয়ে কেমিক্যাল দিয়ে পাকাচ্ছিল উপজেলার মিলিকবাঘা গ্রামের ব্যবসায়ী মাতবর আলী ও স্থানীয় পীরগাছা এলাকার আবদুল খালেক। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ইউএনওকে জানান। পরে থানা পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম। কিন্তু প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান দুই ব্যবসায়ী।
এ সময় ঘটনাস্থল থেকে আম পাকানো নিষিদ্ধ কেমিক্যাল ও কেমিক্যাল মেশানো আম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন