খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের অনুষ্ঠানমালা শেষ হলেও বৈসাবির নামে চলছে লটারির বাণিজ্য। বৈসু-বিজু-সাংগ্রাই অনুষ্ঠান মালা এক মাস আগে শেষ হয়েছে। কিন্তু একটি স্বার্থনেষী মহল বৈসাবির নাম ভাংগিয়ে লটারির টিকেট বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
শ্রমযান কল্যান সমিতিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে পৌর শহরে মাইকিং করে লটারির টিকেট বিক্রি করা হচ্ছে। লোভনীয় নানা পুরস্কার সামগ্রীর কথা বলে সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যায় উচ্চসুরে মাইক বাজিয়ে লটারির টিকেট বিক্রি করছে। এতে শহরে বসবাসরত পৌর বাসিরা শব্দ দূষণে অতিষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি বৈসাবি চলে যাওয়ার পরেও বৈসাবির নাম ব্যবহার করে লটারি বিক্রি করায় পৌরবাসী এ জাতীয় কাজকে ভালো চোখে দেখছে না।
এব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসু উদ্দিন ভূইয়া জানান, শ্রমযান সমিতি নামে সংগঠনকে জেলা প্রশাসন থেকে বৈসাবির নামে লটারি বিক্রির অনুমতি দিয়েছে বলে তিনি জেনেছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন