নাটোরের নলডাঙ্গায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ নুরুজ্জামান সুরুজ আলী (৩২) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোর ৪টার দিকে উপজেলার সেনভাগলক্ষ্মীকোল গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
আটক সুরুজ আলী ওই গ্রামের রহিম উদ্দিন মন্ডলের ছেলে।
এসআই সাইফুল ইসলাম জানান, নুরুজ্জামান সুরুজ আলী গত ০৭ মে ইউপি নির্বাচনে পিপরুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে ঘিরে পিপরুল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাজমুল হোসেনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে গত সোমবার সন্ধ্যায় নাজমুল হোসেনকে তিনি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সেই মামলায় ভোর আনুমানিক ৪টার দিকে তার বাড়ি থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব