এসএসসি পরীক্ষায় ফেল করায় মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকায় সাদিয়া ইসলাম ডানা (১৮) নামের এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত সাদিয়া শহরের মুসলিম কোয়াটার এলাকার নুরুল ইসলামের মেয়ে। সে শহরের ফিউচার ব্রাইট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সাদিয়ার মামা আলী মিয়া বলেন, এবার সে এসএসসি পরীক্ষায় অংক ও ইংরেজিতে ফেল করায় রেজাল্টের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে। খুব কান্নাও করে। রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে তার নিজ রুমে গিয়ে হঠাৎই বিষপান করে। এসময় পরিবারের লোকজন সাদিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অকিল উদ্দিন বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে, আগেই কিছু মন্তব্য করা ঠিক হবে না।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব