দেশব্যাপী বিএনপির ডাকা কর্মসূচি চলাকালে পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মজিবর রহমান টোটনসহ ৩ বিএনপি নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সার্কিট হাউজসংলগ্ন সুরাইয়া ভবনের সামনে একটি মিছিল থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়ার নেতৃত্বে মিছিল সমাবেশ পালন করতে বটতলায় জড়ো হয় নেতা-কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার নিয়ে মিছিল শুরু করলে পুলিশ নেতা-কর্মীদের বাধা দেয় এবং ধাওয়া দিয়ে ধরপাকড় শুরু করে। পরে মিছিলস্থল থেকে তিন বিএনপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। উপস্থিত অন্য নেতা-কর্মীরা পুলিশের ধাওয়ায় পালিয়ে যায়।
গ্রেফতারকৃত অপর দুই বিএনপি নেতা হলেন জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক এটিএম মোজাম্মেল হোসেন তপন ও জেলা তাঁত ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল লতিফ। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হওয়ায় বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীর মধ্যে আতংক বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ