পটুয়াখালীর কলাপাড়ায় অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ বিভাগের অনিয়ম আর দুর্নীতির প্রতিবাদে এবং নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবীতে শান্তিপূর্নভাবে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে।
আজ সকালে থেকে দুপুর ১২টা পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নাগরিক সংগ্রাম কমিটির আহবানে এ কর্মসূচি পালিত হয়। এসময় ব্যাংক এবং সরকারী অফিস, আদালত খোলা থাকলেও বন্ধ ছিল সকল ব্যবসা প্রতিষ্ঠান।
পৌর শহরের মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক টহল। নাগরিক সংগ্রাম কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হাবিবুল্লাহ রানার নেতৃত্বে সকাল থেকে হরতালের পক্ষে দফায় দফায় শহরের বিক্ষোভ মিছিল হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ হিমেল-১৭