কিশোরগঞ্জের ইটনায় ট্রলারডুবির দু'দিন পর আজ রবিবার হযরত আলী (৩৫) নামে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে কাতিয়ারকান্দা হাওরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করে। এর আগে গতকাল শনিবার সকালে অন্য দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন ইটনার প্রজারকান্দা গ্রামের হাজেরা খাতুন (৫২), তার নাতি ওয়াজ উদ্দিন (৮) ও জামাতা হযরত আলী।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে একই পরিবারের ছয়জন ইটনার জয়সিদ্ধি থেকে বাড়ি ফিরছিলেন। ট্রলারটি কাতিয়ারকান্দা পৌঁছলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ ছিলেন।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ