পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মিপুরা গ্রামের রায়বাড়ীর শ্রী শ্রী শ্যামা মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মন্দিরের প্রতিমা ও আসববাপত্র পুড়ে গেছে। রাতে মন্দিরে আগুন দেখার পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে মন্দিরে অগ্নিসংযোগ করেছে বলে জানান এলাকাবাসী ।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ হিমেল-২২