রৌমারী-ঢাকা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে রৌমারী ও রাজিবপুরের সাধারণ মানুষ। অরাজনৈতিক সংগঠন ‘তরুণ প্রজন্ম’র ডাকে আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন চলে।
এতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বণিক সমিতির সদস্য, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বেসরকারী সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষসহ অন্তত ১০ হাজার মানুষের সমাগম ঘটে।
মানববন্ধনে দ্রুত রৌমারী-ঢাকা সড়ক সংস্কারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সিজি জামান স্কুলের প্রধান শিক্ষক আবু হোরায়রা, আওয়ামী যুবলীগের সভাপতি হারুনর রশিদ, ছাত্রলীগ সভাপতি সোহেল রানা, বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, তরুণ প্রজন্মের সভাপতি ওয়ালিদ বিন বকুল, নাজিম আহমেদসহ সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন প্রধানগণ।
এসময় বক্তারা বলেন, আমরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা হওয়ায় জামালপুরের সরকার দলীয় মন্ত্রীরা আমাদের সাথে বিমাতাসূলভ আচরণ করছে। ফলে জামালপুরের এলাকা থেকে রাস্তাগুলো সংস্কার হলেও কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরের রাস্তা সংস্কার হচ্ছে না। তারা অবিলম্বে এ সড়ক সস্কার দাবি করেন। দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
বিডি প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ হিমেল-২৩