বগুড়ার ধুনট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ৭ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাদের বহিস্কারাদেশ প্রত্যাহার হয়েছে তাদের মধ্যে রয়েছেন ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহবায়ক জাকিরুল হোসেন জুয়েল, সদস্য আব্দুল মোমিন সোহেল, মজনু মন্ডল, শাহাদৎ হোসেন ডেভিট, এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম ও ৬ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন।
এর আগে ধুনট পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গত বছরের ২৭ ডিসেম্বর এই ৭ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ