বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে নারীসহ সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোররাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন উপজেলার কল্যাণ নগর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে লুত্ফর রহমান ও বিজরুল গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী মোছা. আছিয়া বিবি।
নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, গ্রেফতারকৃতরা অর্থ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি। এর মধ্যে লুৎফরকে ছয়মাসের সশ্রম ও আছিয়াকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ