পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বাইশারীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হ্লামং চাক (৩২), জিয়া উদ্দিন (২৮) এবং রহিম (২৯)।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবুল খায়ের জানান, বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা সবাই মিয়ানমারের নাগরিক। তবে এখন পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ মন্দিরের মংশৈ উ চাক (৭৫) নামে এক ভিক্ষুকে নিজ ধ্যানঘরে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভিক্ষুর ছেলে চিংসাউ চাক শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ